পাবনা: পাবনা সদর উপজেলার শাহারদিয়ার নামক এলাকায় কাঠখড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য।
নিহত অটোরিকশা চালকের নাম শাহেদ মাহমুদ লিমন (২৫)। তার বাড়ি পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লায়। আহত তিন পুলিশ সদস্য হলেন- হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গতরাতে একটি অটোরিকশা রিকুইজিশন করে টহলে বের হয় হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত ১টার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপুর সড়কের শাহারদিয়ার নামক স্থানে কাঠখড়ি বোঝাই একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেদ মাহমুদ লিমনের মৃত্যু হয়। আহত হয় তিন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আরএ