ঢাকা: রাজধানীর গুলিস্তানে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন সম্পূর্ণ নেভায়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। পরে সেখানে দুটি ইউনিট পাঠিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হতে পারে সিএনজি অটোরিকশায় গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তবুও তদন্ত করে দেখা হচ্ছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া জানান, জিরো পয়েন্ট ও গোলাপ শাহ মাজারের মধ্যবর্তী রাস্তায় একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০২২
এজেডএস/এসআইএস