ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ৪০ স্বর্ণের বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
মহেশপুরে ৪০ স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী সীমান্তের যাদবপুর গ্রাম থেকে ৪০টি স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওই উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বারগুলো জব্দ করা হয়।

ঝিনাইদহের মহেশপুর-খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যে ভিত্তিতে জুলুলী সীমান্তের যাদবপুর গ্রামের পাকা রাস্তা ওপর থেকে শওকত আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।