নাটোর: নাটোর শহরের উত্তর বড়গাছা জোলারপাড় এলাকায় পানাউল্লাহ খাল থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
মৃতরা হলো- নোভা আক্তার (৮) ও মো. সম্রাট (৬)। তারা দু’জনই ওই এলাকার মো. শিমুল হোসেনের সন্তান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মা রিতা বেগম বাড়ির আঙ্গিনায় দুই ছেলে-মেয়েকে খেলতে দিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। রান্না শেষে তিনি দেখতে পান বাড়ির আঙ্গিনায় তার দুই সন্তানই নেই। এ অবস্থায় বাড়ির বাইরে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিন্তু কোথাও তাদের সন্ধান মিলে না। একপর্যায়ে সন্তানদের খোঁজে মাইকিংও করা হয়। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশে পানাউল্লাহ খালে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, খেলা করার কোনো এক সময় ওই দুই ভাই-বোন বাড়ির পাশের খালের পানিতে পড়ে ডুবে মারা গেছে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসআরএস