ঢাকা: রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটে খাবার হোটেলের একতলা ছাদ থেকে মাথায় পানির ট্যাংক পড়ে জামেলা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা সৌরভ বলেন, কদমতলী সাদ্দাম মার্কেটে খাজা হোটেল নামে একটি খাবার হোটেল সবেমাত্র চালু হয়েছে। আজকেই মিলাদ পড়ে উদ্বোধন হওয়ার কথা ছিল। ওই হোটেলে ইলেক্ট্রিকের কাজ করছিলাম। আর জামেলা থালা-বাসন ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ হোটেলের একতলা ছাদ থেকে পানির ট্যাংক তার মাথায় পড়ে গুরুতর আহত তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে জামেলার স্বামী কালু মিয়া জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাটকাজলা গ্রামে। বর্তমানে তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে কদমতলী তুষারধারা এলাকায় থাকেন। তার স্ত্রী জামেলা সাদ্দাম মার্কেটে খাজা হোটেলে কাজ নেন। সকাল থেকে হোটেলে কাজ করছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এজেডএস/আরবি