সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে ১০ হাজার ইয়াবার চালানসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ঈদগাহ বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে জকিগঞ্জ থেকে শেওলাগামী সড়কে একটি সিএনজি অটোরিকশায় ইয়াবা পাচারকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে হোন উদ্দিন (৩৩) ও পার্শ্ববর্তী দক্ষিণ ভূইয়াররমোড় গ্রামের আব্দুছ ছালামের ছেলে সিএনজি অটোরিকশা চালক বাবুল আহমদ (২৯)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঈদগাহ বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবার চালান জব্দ করা হয়। মাদকদ্রব্যের (ইয়াবার ট্যাবলেট) চালানটি বিক্রির জন্য উপজেলার কালিগঞ্জ বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন তারা। পরে তাদের কোমরে লুঙ্গির ভাঁজ থেকে ৫০টি ছোট নীল রংয়ের প্যাকেটে থাকা ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
তাদের নামে মাদকদ্রব্য আইনে থানায় মামলা (১৮(৯)২২) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এনইউ/কেএআর