ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ফুটবল খেলায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
মধুখালীতে ফুটবল খেলায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ফুটবল খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে রেফারিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর রুপালী কল্যাণ সংস্থার মাঠে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, মধুখালী উপজেলা বেলেশ্বর রুপালী কল্যাণ সংস্থার উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা চলছিল। রুপালী কল্যাণ সংস্থার মাঠে মধুখালীর কামালদিয়া ফুটবল একাদশ ও রাজবাড়ীর সুলতানপুর ফুটবল একাদশ খেলায় অংশ নেয়। খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন উৎপল ভৌমিক। কামালদিয়ার বিপক্ষে ফাউল ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে অন্ততপক্ষে ২০ জন আহত হন।  

এ ব্যাপারে রেফারি উৎপল ভৌমিক বলেন, নিয়ম অনুযায়ী কামালদিয়া ফুটবল একাদশের বিপক্ষে ফাউল ধরা হয়। এ নিয়ে হঠাৎ মাঠের ভেতর থেকে কারা যেন আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে পাশের একটি ঘরে নিয়ে যায়। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শুনেছি এতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন।  

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, আমি খেলার মাঠে উপস্থিত ছিলাম না। তবে শুনেছি খেলায় মারামারি হয়েছে। তাৎক্ষণিকভাবে এর বেশিকিছু জানা নেই।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ফুটবল খেলায় সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। শুনেছি বেশ কিছু লোকজন আহত হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।