ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে পদ্মার তীরে নিখোঁজ ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
লালপুরে পদ্মার তীরে নিখোঁজ ব্যক্তির মরদেহ

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর তীর থেকে কামরুল ইসলাম রানা (৪২) নামে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার নবীনগর এলাকায় পদ্মার তীরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত রানা পাশের পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর এলাকার বাসিন্দা।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বাংলানিউজকে জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন রানা। মঙ্গলবার বিকেলে পদ্মা নদীর তীরে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এদিকে এলাকাবাসীর দাবি, সোমবার দিনগত রাতে নবীনগর এলাকার একটি জুয়ার আসরে ছিলেন রানা। ওই আসরে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে একদল লোক অভিযানে গেলে দৌড়ে নদীতে ঝাঁপ দেন রানা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে তার মরদেহ পাওয়া গেল।

তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন ও লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানিয়েছেন, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযান চালানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।