ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজার মেলায় সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে কি‌শোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
দুর্গাপূজার মেলায় সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে কি‌শোর নিহত পু‌লিশ অভিযুক্ত আজিজকে আটক করেছে

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে রিশাদ (১৪) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় পু‌লিশ অভিযুক্ত আজিজ (১৯) নামে এক যুবককে আটক ক‌রে‌ছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে টু‌ঙ্গিপাড়া মণ্ডলবাড়ী দুর্গাপূজা উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত মেলায় এ ঘটনা ঘ‌টে।

নিহত যুব‌ক টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার পাটগাতী সরদারপাড়া গ্রা‌মের ইউনুচ শে‌খের ছে‌লে। পু‌লি‌শের হা‌তে আটক অভিযুক্ত আজিজের বাড়িও একই গ্রা‌মে। তারা দুই জনই মা‌য়ের দোয়া চটপ‌টি-ফুসকা হাউজের কর্মচারী।

জানা গে‌ছে, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার মণ্ডলবাড়ী‌তে দীর্ঘ বছর ধ‌রে দুর্গাপূজা উপল‌ক্ষে মেলা ব‌সে। মেলায় বি‌ভিন্ন ধর‌নের খাবা‌রের দোকান ব‌সে। ওই মেলার মা‌য়ের দোয়া চটপ‌টি-ফুসকা হাউজের দুই কর্মচারীর কাস্টমার ডাকা ‌নি‌য়ে ঝগড়া বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ে। পর্যা‌য়ে আজিজ তার সহক‌র্মী রিশাদ‌কে ছু‌রিকাঘাত ক‌রেন। প‌রে অন‌্যান‌্যরা তা‌কে প্রথ‌মে টু‌ঙ্গিপাড়া হাসপাতাল নি‌য়ে যান। সেখা‌নে অবস্থার অবন‌তি হ‌লে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়ার প‌থে রিশা‌দের মৃত‌্যু হয়। ঘটনার পর গোপালগ‌ঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লে‌ছেন, এ ঘটনায় অভিযুক্ত আজিজকে আটক করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।