ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপসা নদীতে নৌকাবাইচ ২৯ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
রূপসা নদীতে নৌকাবাইচ ২৯ অক্টোবর ফাইল ছবি

খুলনা: কাশা, বাঁশি আর ঝাঝরের সুরে ঢেউয়ের তালে লাখো দর্শনার্থীদের উপস্থিতিতে আবারও মুখোরিত হবে খুলনার রূপসা নদীর দুই পাড়। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ।

গ্রাম বাংলারর ঐতিহ্য ধরে রাখতে গত ১৪ বছর ধরে রূপসা নদীতে চলছে এই আয়োজন। ১৫তম বারের মতো এ বছর বাইচের আয়োজন করেছে খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র।

নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ আল রশিদ জানান, ২৯ অক্টোবর দুপুর ১টায় রূপসা নদীর কাস্টম ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।

এতে খুলনার কয়রা, নড়াইল ও গোপালগঞ্জের ২০টি দল অংশ নেবে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচের উদ্বোধন করবেন। এবারও এ নৌকাবাইচের স্পন্সর দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার আকিজ গ্রুপ ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।