খাগড়াছড়ি: রাঙামাটি জেলার বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় বিশাল পাহাড় ধসে পড়েছে। ফলে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির সাজেক পর্যটক কেন্দ্রের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খাগড়াছড়ি জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে নন্দরাম এলাকা।
পাহাড় ধসের কারণে দুপাশে বহু গাড়ি আটকা পড়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। অবশ্য পর্যটকদের নিরাপত্তার কারণে অধিকাংশ গাড়িগুলোই সাজেক থেকে ফেরার পথে মাচালং বাজারে এবং সাজেকগামী গাড়িগুলোকে বাঘাইহাটে আটকে রাখা হয়েছে।
অবশ্য সকাল থেকেই সড়কে ধসেপড়া পাহাড়ের মাটি অপসারণে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যেই মাটি অপসারণ করে গাড়ি চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছেন সেনা কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এডি/এসআইএস