ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্কিং করা বাসে ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
পার্কিং করা বাসে ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে পার্কিং করা যাত্রীবাহী একটি মিনিবাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন— উজ্জ্বল, রাসেল ও সালমা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে পার্কি করা একটি যাত্রীবাহী মিনিবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাসের চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, বাসটি হবিগঞ্জ থেকে এসেছিল। ধারণা করা হচ্ছে গাঁজা ডেলিভারি দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বাসটি পার্কিং করা ছিল।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।