ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বুধবার (৫ অক্টোবর) সকা‌লে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
সকালে পরিতোষ বিবদমান জমির পুকুরে মাছ ধরতে গেলে রাম লোকজন নিয়ে বাধা দেন। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১০ জন আহত হন।
গুরুতর আহত পরিতোষ বিশ্বাস (৩৫), কার্তিক বিশ্বাস (৩৫), প্রসেনজিৎ বিশ্বাস (২০), লক্ষণ বিশ্বাস (৫০), বিউটি বিশ্বাস (৩০) ও রাম বিশ্বাস‌কে (৪৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে‌ছে।

পরিতোষ বিশ্বাস বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমাদের পক্ষে রায় পেয়েছি। এ রায়ের পরে ওই জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায়ভাবে আমাদের বাধা দিয়ে মারধর করেছে।

এ বিষয়ে রাম বিশ্বাস বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈত্রিক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাধা দিয়েছি।

কোটালীপাড়া উপ‌জেলার ভাঙ্গারহাট পুলিশ নৌ- তদন্ত কেন্দ্রের প‌রিদর্শক মো. ওমর শরীফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।