ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আটক ৮

ঢাকা: ব্যাটারিচালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আট জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

 

এর আগে রোববার (৯ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- রিকশা চোর চক্রের মূলহোতা জাকির হোসেন (৩৫), মো. নান্নু সর্দার (৪৮), মনির হোসেন (৩৬), মো. সুমন সরকার (২৬), মো. বাহারুল ইসলাম (৪০), হানিফ গাজী (৪৪), মো. কাজল (৩৫) ও মো. মামুন (৩৩)।  

এসময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা, ২০টি মোবাইলফোন, নগদ ২১ হাজার ৯১৫ টাকাসহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রোববার (৯ অক্টোবর) রাতে অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে রিকশা চোর চক্রের মূলহোতা জাকির ও তার ৭ সহযোগীকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।