ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনায় প্রধান আসামি জামাই মো. ইউনুস মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ইউনুস মোল্যাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (০৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বাংলানিউজকে বলেন, রোববার দিনগত গভীর রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইউনুস মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৪(১০)২০২২, ধারা- ৩০২। গ্রেফতার ইউনুস মোল্যাকে সোমবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবার গ্রামে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে।
শাশুড়ি রহিমা বেগম রাতে ঘরের বাইরে বের হলে তাকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপান আগে থেকে ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ইউনুস পালিয়ে যান। পরে শাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এরপর থেকে জামাই ইউনুস মোল্যা পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আরএ