ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বনানীতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতর নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

তার বয়স আনুমানিক ১৩ বছর।

সোমবার (১০ অক্টোবর) সকালে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সময় রেললাইন দিয়ে হেটে যাচ্ছিল ওই কিশোর। এ সময় একটা ট্রেন চলে আসে এবং তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে লুঙ্গি ও নেভি ব্লু  রঙের পাঞ্জাবি ছিল।

এসআই রিয়াজ বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে সেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।