বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মরিচক্ষেত থেকে সাহেব আলী (৩৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার পোতা গ্রামের নিজ মরিচক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সাহেব আলী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব আলী রোববার (৯ অক্টোবর) রাতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে গ্রামের মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিতি ছিলেন। পরে তিনি বাড়িতে না গিয়ে পোতা তার মরিচক্ষেতে পাহারা দেওয়ার টঙ ঘরে ঘুমিয়ে পড়েন ৷ সকালে গ্রামের লোকজন টঙ ঘরে সাহেব আলীর মরদেহ দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ সাহেব আলীর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেন।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) খায়রুল ইসলাম জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
কেইউএ/এএটি