ঢাকা: মিরপুরের শাহআলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় তৌফিক ইমাম (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে তুরাইফা (৮) নামে তার শিশু সন্তান ছিল।
সোমবার (১০ অক্টোবর) দুপুরের দিকে শাহআলী মুক্তবাংলা শপিংমলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে মতিউর রহমান নামে এক পথচারী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তৌফিক হোটেল ব্যবসায়ী ছিলেন।
মতিউর রহমান বলেন, তৌফিক নামে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে শিশু সন্তানসহ যাওয়ার সময় মুক্তবাংলা শপিংমলের সামনের সড়কে এলে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা চলন্ত একটি লেগুনার সঙ্গে আটকে মোটরসাইকেলটিকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা দ্রুত মোটরসাইকেলে থাকা শিশুটিকে উদ্ধার করার সময় মোটরসাইকেলচালক রাস্তায় পড়ে যান। এ সময় গুরুতর আহত হন তিনি। তবে তখন তার মাথায় হেলমেট পরা ছিল। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটি ট্রাফিক পুলিশ হেফাজতে আছে। সে ভালো আছে। শিশুটিকে দেখে মনে হচ্ছে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছিল বাবা।
নিহতের স্ত্রী সারজা জানান, ঘটনার সময় হোটেল ব্যবসায়ী তার স্বামী তৌফিকের সঙ্গে তাদের বড় সন্তান প্রথম শ্রেণির ছাত্রী তুরাইফা (৮) ছিল। বর্তমানে তারা মিরপুর সনি সিনেমা এলাকায় থাকেন।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাবা-মেয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা মারা গেছেন। শিশুটি ভালো আছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে তৌফিক ইমাম। মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এজেডএস/আরবি