ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু, অভিযোগ পেলে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু, অভিযোগ পেলে ব্যবস্থা

ঢাকা: এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম ফের শুরু হয়েছে। এ বিক্রয় কার্যক্রম বা ফ্যামিলি কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ আসে, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪ পরিবেশক ও দেশব্যাপী প্রায় ৩ হাজার ৫০০ পরিবেশকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

মাসব্যাপী এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮ জন ডিলার ও দক্ষিণ সিটিতে ১৬ জন নির্ধারিত ডিলারের দোকান থেকে ভর্তুকি মূল্যে (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) বিতরণ করা হবে। এ ছাড়া জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী টিসিবির এ কার্যক্রম পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

রাজধানীর লালমাটিয়ায় এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ড কমিশনার সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।

তারা বলেন, এ বিক্রয় কার্যক্রম বা ফ্যামিলি কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ আসে, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।