ঢাকা: রাজধানীর গাবতলীর সিটি কলোনি থেকে কবির আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কবির দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান, মৃত কবির পরিবার নিয়ে ওই সিটি কলোনিতে ভাড়া থাকতেন। কয়েকদিন আগে তার স্ত্রী ও পরিবারের লোকজন পটুয়াখালী সদর উপজেলায় গ্রামের বাড়িতে ঘুরতে যায়।
কবির আহমেদের পরিবার থেকে জানা গেছে, সে আগে থেকে স্ট্রোকের রোগী ছিল। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে গত এক থেকে দুই দিন আগে সে মারা গেছে। আজকে দুর্গন্ধ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এজেডএস/ইআর