ঢাকা: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ প্রত্যাশার ফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক সংঘাত থেকে বৈশ্বিক সহযোগিতার দিকে অগ্রসর হওয়ার প্রত্যাশা এবং সমাধান এটি।
সোমবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, এখন বিশ্বের প্রতিটা কোনায় জাতিসংঘ সনদের মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন আমাদের জন্য আগের যেকোনো সময়ের তুলনায় জরুরি।
জীবন, ভবিষ্যৎ ও বৈশ্বিক অগ্রগতিকে হুমকির মুখে ফেলা সংঘাতের সমাপ্তি ঘটানো এবং শান্তিকে একটি সুযোগ দেওয়ার মাধ্যমে এ মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন করতে হবে।
চরম দারিদ্র্য বিমোচন, অসমতা হ্রাস এবং টেকসই উন্নয়ন অভীষ্টকে পুনরুদ্ধারের মাধ্যমে এ মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন করতে হবে।
জীবাশ্ম জ্বালানির প্রতি আমাদের আসক্তি ভেঙে এবং নবায়নযোগ্য জ্বালানির বিপ্লব ঘটিয়ে আমাদের গ্রহটাকে সুরক্ষিত করার মাধ্যমে এ মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন করতে হবে এবং সুযোগ্য ভারসাম্য সৃষ্টি করে, নারী ও কিশোরীর মুক্তি এবং সবার মানবাধিকার নিশ্চিতের মাধ্যমে এ মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন করতে হবে।
জাতিসংঘ দিবস পালনের এ সময়ে আসুন আমরা বৈশ্বিক সংহতির মাধ্যমে একযোগে কাজ করলে মানবসভ্যতা যা অর্জন করতে পারে, তার প্রতি নতুন করে আস্থা ও বিশ্বাস স্থাপন করি।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
টি আর/এনএইচআর