ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আমন ধানের ক্ষতির আশঙ্কা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আমন ধানের ক্ষতির আশঙ্কা

পাথরঘাটা (বরগুনা):  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ইতোমধ্যেই পাথরঘাটার উপকূলে পড়েছে। দুদিন ধরে পাথরঘাটায় ভারী বৃষ্টি ও জড়ো হাওয়া বইছে।

উপকূলের বাসিন্দাদের সিত্রাংয়ের আতংকের পাশাপাশি কৃষি ক্ষেতে পানি জমে থাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা কৃষকদের মধ্যে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানটি রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন ধান শতকরা ৮০ ভাগ পরিপক্ব হলে অতিসত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো। তাদের নির্দেশনা অনুযায়ী পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেও একই পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যায়, সিত্রাংয়ের প্রভাবে গত দু'দিন ধরে পাথরঘাটায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। কাটাযোগ্য প্রায় ধান নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেক জমিতেই পানি জমে গেছে তবে যেসব জমির পাশে নালা-খালা বা খালের সঙ্গে সংযোগ রয়েছে ওইসব জায়গায় পানি নেমে যেতে।

তাফালবাড়িয়া গ্রামের কৃষক মো. হাবিবুর রহমান ও মঠেরখাল গ্রামের আ.খালেক বলেন, আমাদের জমির আমন ধান পরিপক্ব হয়ে গেছে। আর এক সপ্তাহের মধ্যেই কাটা যাবে কিন্তু এমন সময় বৃষ্টি ও জোয়ার এসেছে তাতে ধান নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। সময় মতো যদি ধান কাটতে না পারি তাহলে অনেক ক্ষতি হবে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা ওই নির্দেশনা অনুযায়ী পাথরঘাটার সব আমন চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, ক্ষেতের চারপাশে উচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে। এছাড়াও বলা হয়- সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।