নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কিশোর গ্যাং পিনিক গ্যাং-এর প্রধান শাকিলসহ ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১-এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু।
২৩ অক্টোবর রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- মৃত শফিকুল ইসলামের ছেলে শাকিল ইসলাম ছেলে, মৃত সিরাজ আলীর ছেলে আলফাজ (১৮), সোহাগের ছেলে সিফাত (১৮), মৃত খোরশেদ আলমের ছেলে রিফাত হোসেন (২১) ও মৃত রফিক ভূঁইয়ার ছেলে শান্ত ভূঁইয়া (২১)। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ২টি হাসুয়া, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতাররা নিজেদের কিশোর গ্যাং পিনিক গ্যাং- এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
কিশোর গ্যাং প্রধান শাকিল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১টি অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমআরপি/এসআইএস