ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

ঢাকা: জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার ঢাকায় আসছেন। তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন জার্মান সংসদ সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গেরশাউ।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস জানায়, প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে।

প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। টেকসই সরবরাহ চেইন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে।

বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই সময়ে সফরটিকে বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখছে ঢাকায় জার্মান দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।