ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা-ডেঙ্গু-চোখের সংক্রমণ, এসিআরে লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
করোনা-ডেঙ্গু-চোখের সংক্রমণ, এসিআরে  লাগবে না স্বাস্থ্য প্রতিবেদন

ঢাকা: করোনা সংক্রমণ, ডেঙ্গু এবং চোখ ওঠা সংক্রমণ ব্যাধির প্রকোপের কারণে চলতি বছরে সরকারি চাকরিজীবীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে হবে না।

বুধবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ ও ডেঙ্গু এবং চোখের সংক্রমণ ব্যাধির প্রকোপ চলমান রয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গোপনীয় অনুবেদনে নির্ধারিত হাসপাতাল থেকে স্বাস্থ্য প্রতিবেদন ঝুঁকিপূর্ণ।

‘এমতাবস্থায়, বিষয়চটি বিচেনাপূর্বক ২০২২ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি দেওয়া হলো। ’

পঞ্জিকাবর্ষে,  কর্মস্থলে কোনো নির্দিষ্ট মেয়াদে একজন অনুবেদনকারী (নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্মকর্তা) অধীনে অনুবেদনাধীন (যার কাজের মূল্যায়ন) কর্মচারীর কর্মকালীন সার্বিক মূল্যায়নের নাম এসিআর।

প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে এসিআর ফরম পূরণ করে অনুবেদনকারী কর্মকর্তার কাছে দাখিল করতে হয়। ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষকারী কর্মকর্তার কাছে পাঠাতে হয়। ৩১ মার্চের মধ্যে ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২ 
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।