ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়গঞ্জে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
নারায়গঞ্জে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান

নারায়ণগঞ্জ: নারায়গঞ্জে যত্রতন্ত্র অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

এসময় যেখানে সেখানে অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।  

এসময় সাংবাদিকদের পরিচয়ে ও সাংবাদিকদের অবৈধ স্টিকার ব্যবহার করে নগরীতে চলাচল করা অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহান সরকার জানান, নিয়মিত ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়। চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে অবৈধ পার্কিং করার যানবাহনে মামলার মাধ্যমে জরিমানা করা হয়েছে। যেন গাড়ি মালিকরা সচেতন হয় এবং রাস্তায় অবৈধ পার্কিং না করে।

অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিক পরিচয়ে অনেক অটোরিকশা শহরে প্রবেশ করে। সেগুলোর ব্যাপারে আমরা এ্যাকশন নিচ্ছি। তারপরও এর মাঝে কিছু অটোরিকশা বের হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।