ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (২৬ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, ডেমরা থেকে জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
পিএম/এনএইচআর