খাগড়াছড়ি: পোল্ট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট খামারিদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন প্রান্তিক খামারিরা।
বুধবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন খাগড়াছড়ি শাখার ব্যানারে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে খামারিরা বলেন, কোম্পানিগুলো প্রান্তিক খামারিদের ধ্বংস করতে প্রতিনিয়ত খাবারের দাম বাড়িয়ে যাচ্ছে। পাশাপাশি লেয়ার বাচ্চা উৎপাদন করে অতিরিক্ত দামে বাজারে আধিপত্য ধরে রেখেছে। সম্ভাবনাময় এ খাতকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববান্ধনে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক ও খাগড়াছড়ি জেলা শাখার কোষাধ্যক্ষ আব্দুল মতিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এডি/এএটি