ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ বছর পলাতক থাকা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওহিদুল ইসলাম ওরফে সোহাগকে (৪৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব বাংলানিউজকে জানান, গ্রেফতার সোহাগ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ২০০৮ সালে সংগঠিত একটি হত্যা মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতার সোহাগকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবীর।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
পিএম/আরআইএস