ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
সাটুরিয়ায় স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় একটি স্পিনিং মিলের তুলার গোডাউনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, বিকেল ৫টার দিকে ওই এলাকায় রাইজিং স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন লাগার খবর আসে। এর পরপরই আমাদের (মানিকগঞ্জ ফায়ার সার্ভিস) একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় সাটুরিয়া থেকে আমাদের আরও একটি ইউনিট সেখানে যোগ দিয়ে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।