ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে একযোগে শুরু হলো মশক নিধন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে একযোগে শুরু হলো মশক নিধন অভিযান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৪টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে মশক নিধন অভিযান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মশক নিধন অভিযান ও র‍্যালি করে জনসচেতনতা কার্যক্রম শুরু করে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানায়, একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, আজ থেকে আমাদের ৫৪টি ওয়ার্ডেই এ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের সচেতনতা সৃষ্টি করতে কাজ করবো। এজন্য মসজিদের ইমামসহ ধর্মীয় উপাসনালয় থেকেও মানুষকে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সচেতনতা সৃষ্টির পাশাপাশি আমরা আমাদের আরও যেসব কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবো। ঠিকমতো মশার ওষুধ ছেটানো হচ্ছে কিনা, সার্বিক কার্যক্রম কীভাবে চলছে তা তদাকরি করতে আমরা ইতোমধ্যে মনিটরিং টিম গঠন করে দিয়েছি। সেই টিম সার্বিক বিষয় মনিটরিং করছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।