ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীর সুইট ড্রিম হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বনানীর সুইট ড্রিম হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ঢাকা: রাজধানীর বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিয়োগে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ইতোমদ্যে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর)-এর উপ-পরিচালক শামীম আহমেদ ও সহকারী পরিচালক রাহুল সেনের তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান চলমান আছে।

সূত্র জানায়, বনানীর সুইট ড্রিম হোটেল থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।