ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
ধামরাইয়ে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরীর একটি কারখানার কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।



শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ভোর পৌনে ৫টার দিকে ধামরাইয়ের কালামপুরে বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড কারখানার কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, বিসিক শিল্প নগরীর একটি কারখানার কেমিক্যাল রাখার গোডাউনে আগুন লেগেছে। ধামরাই, সাভার ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিযন্ত্রণে কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমরা কাজ করছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।
 
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ১২ নভেম্বর ২০২২
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।