ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাটগ্রামে অফিসে ঝুলছিল টোব্যাকো কোম্পানির সুপারভাইজারের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
পাটগ্রামে অফিসে ঝুলছিল টোব্যাকো কোম্পানির সুপারভাইজারের মরদেহ প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় একটি টোব্যাকো কোম্পানির শাখা অফিস থেকে সুপারভাইজার রবিউল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত রবিউল ইসলাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রাজারহাট এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি টোব্যাকো কোম্পানিটির সিগারেট সেকশনের সুপারভাইজার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকায় কোম্পানির অফিসের একটি কক্ষে প্রায়ই রাত্রিযাপন করতেন। রোববার সকালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসে তার রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পাটগ্রাম থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।  

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্ত এবং মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩,২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।