ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
বান্দরবানে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে আদেশ দিয়েছেন আদালত।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইঁয়া সোমবার (১৪ নভেম্বর) এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মো. নুরুল কবির প্রকাশ নুরাইয়া, ফয়েজ ওরফে ফয়েজ্জা ও গিয়াস ওরফে গেয়াইস্যা। তারা ৩ জনই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

আদালতের সুত্রে জানা যায়, ১৯৯১ সালের ১১মে রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম গ্রামের আব্দুর রহমান বিশেষ কাজের কথা বলে রাতে ঘর থেকে বাইরে যান। পরেরদিন সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। এসময় ভিকটিমের ভাই জহির আহাম্মদ তার মরদেহ উদ্ধার করেন। পরে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।

আরও জানা যায়, মামলা রুজু হবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করার পর মামলাটি বিচার নিষ্পত্তির জন্য বান্দরবান দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়। দায়রা মামলায় সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে মো. নুরুল কবির প্রকাশ নুরাইয়া , ফয়েজ প্রকাশ ফয়েজ্জা ও গিয়াস ওরফে গেয়াইস্যা বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে আদেশ দেন।  

আসামিদের দুজন যথাক্রমে ফয়েজ্যা ও গেয়াইস্যা আদালতে হাজির হলে আদালত যুক্তিতর্ক শুনানি শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। অপর আসামি মো. নুরুল কবির প্রকাশ নুরাইয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. ইকবাল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে পেনাল কোড এর ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।