ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর জেলা আ. লীগের সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
লক্ষ্মীপুর জেলা আ. লীগের সম্মেলন শুরু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এদিন ভোর থেকে জেলার বিভিন্ন স্থানের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা স্টেডিয়ামে এসে জড়ো হন।

পরে দুপুর পৌণে ১টার দিকে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হবে।

সম্মেলনে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয় ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধলাখ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।