ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
মিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত সাহা (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সুশান্ত বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকলেও তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।  

দারুসসালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) জামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাজার রোড এলাকায় অফিস স্টাফদের বহনকারী একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, অফিস স্টাফদের বহনকারী বাসটির পেছন ও সামনের দিকে ক্যামেরা আছে। সেই ক্যামেরায় দুর্ঘটনায় তেমন কোনো কিছুই দেখা যায়নি। তবুও আমরা আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখছি, সেই বাসের ধাক্কায় সুশান্ত মারা গেছে কিনা। বাসটি জব্দ করা হয়েছে।

জামাল হোসেন জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।