ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে চা দোকানীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
ঝিনাইদহে চা দোকানীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে জীবন চৌধুরী ওরফে টিটন (৩৩) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত টিটন মহেশপুর উপজেলার ধান হাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

গ্রামবাসী জানান, টিটন তার বাড়ির পাশে নিজের চায়ের দোকানে বসা ছিলেন। সন্ধ্যার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত টিটন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে একাধিক বিয়ে করেছেন। প্রতারণার দায়ে তার নামে মহেশপুর থানায় জিডি রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।