ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন শাহিনুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন শাহিনুর

জয়পুরহাট: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাহিনুর ইসলামকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৮ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস চত্তর থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর নওগাঁর ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, শাহিনুর ইসলাম ৪-৫ জনের একটি চাকরি নিয়ে প্রতারণা করা সিন্ডিকেটের মূলহোতা। তারা ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছেন। এই সিন্ডিকেট চক্রটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাসের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।

কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে শাহিনুর ইসলাম একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নয়ে ভুয়া নিয়োগপত্র দেন শাহিনুর। আর এমন অভিযোগের ভিত্ততে অভিযান পরিচালনা করে ভুয়া নিয়োগপত্রসহ তাকে আটক করা হয়।

অভিযুক্ত শাহিনর ইসলামের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।