ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

রংপুর: রংপুর নগরীতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ আলীর (৫২) মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী (রাজা মিয়া) গুরুতর আহত হন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-পাওটানা সড়কের তালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী নগরীর তালুক বকশি এলাকার নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান পাওটানার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোহম্মদ আলী মারা যান।

মোটরসাইকেলে থাকা অপর আরোহী রাজা মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাবাসী ঘাতক পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।

মাহিগঞ্জ থানার এসআই হাবিব জানান, সুরতহাল রিপোর্ট শেষে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের করা হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।