ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে ছাত্রদলের একাংশের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ, আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। মৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক সহযোগিতায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সম্পাদক  মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজি মারুফ, জেলা যুবদল নেতা সেলিম মো. সালাউদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা এম এ নিশাত, যুবদল নেতা অ্যাডভোকেট নেপুর আলী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ।

সমাবেশে আলোচনা পর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
বিবিবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।