ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিশি রাতের নয়, গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি: আলতাফ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
নিশি রাতের নয়, গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি: আলতাফ হোসেন কারাভোগকারী ১ হাজার ৫০০ নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করছেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী: বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  

তিনি বলেছেন, আমরা নিবার্চনের বিষয়ে বলেছি, আমরা আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না।

গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি। আর সেজন্য আমাদের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। আমাদের পুলিশ, জুডিশিয়ারি, প্রশাসন, আর্ম ফোর্সেস ও বিজিবিকেও ঢেলে সাজাতে হবে। সেগুলো ঢেলে সাজাতে যে পরিমাণ সময় প্রয়োজন সেটা আমরা দেব।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘সংস্কার একটি প্রবহমান প্রক্রিয়া। বিগত দিনেও সংস্কার হয়েছে এখনও হচ্ছে, আগামী দিনেও সংস্কার হবে। তবে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারে সময় এত বেশি অন্যায়, অনিয়ম, অত্যাচার ও আইন ভঙ্গ হয়েছে যে,অনিয়মই নিয়মে পরিণত হয়েছে। এগুলো ভেঙে তার পর নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু কেয়ামত পর্যন্ত তো সময় দিতে পারব না। মিনিমাম যে সময় প্রয়োজন, যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। আর সেজন্য আমাদের এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টরা বিএনপির মধ্যে কোন্দল এবং বিরোধ সৃষ্টি করতে কাজ করছে বলে এসময় মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

তিনি বলেন, ভারতীয় আগ্রাসন রুখতে সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।  

বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালিত ইমাম জাফর সিকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিগত ১৫ বছরে বিএনপির নির্যাতিত ও কারাভোগকারী ১ হাজার ৫০০ নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মহসীন উদ্দিন,জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।