ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে পেটালেন কর্মীরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে পেটালেন কর্মীরা!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীদের ধমক দিয়ে হামলায় আহত হন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বুধবার (২৫ জানুয়ারি) শহরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন হয়। সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় কর্মী সম্মেলনে যোগ দিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকের নেতৃত্বে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।  

একই সময় মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।  

এসময় সম্মেলনস্থলে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মাহবুব প্রবেশের গেটে দাঁড়িয়ে নেতাকর্মীদের ধমকাতে থাকেন। এতে স্লোগান পাল্টা স্লোগানের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এতে মাহবুব ও তার সমর্থিত নেতাকর্মীরা মারধরের শিকার হন ও তাদের ২ কর্মী মারাত্মক আহত হন। পরে তাদের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর মডেল থানা পুলিশের একাধিক টিম।

এ সময় সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম জানান, কিছুটা সমস্যা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।