ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, বন্ধ যানচলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, বন্ধ যানচলাচল

ঢাকা: গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০টি বিভাগীয় শহরে আজ (৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২ টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার এক ঘণ্টা আগেই দুপুর একটা নাগাদ সেখানে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। লোকে-লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন।

>>> আরও পড়ুন: ঢাকাসহ বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ আজ

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।