ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তুরস্কে ত্রাণ সহায়তা দিল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
তুরস্কে ত্রাণ সহায়তা দিল বিএনপি

ঢাকা: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ওষুধসামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে দলটির নেতারা এসব সামগ্রী হস্তান্তর করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তুরস্ক দূতাবাসে গিয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গুরহান বাতুহান তাদের কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দুই দেশ থেকে ৪১ হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।