ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র: বাহাউদ্দিন নাছিম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতির প্রাণকেন্দ্র। আর গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলা হচ্ছে এর অন্যতম অঞ্চল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, কোটালীপাড়ায় এলে এখানকার নেতাদের দেখে মনে হয়, আমি আমার আপনজনদের মধ্যে আছি। এখানকার মানুষ অত্যন্ত ভাগ্যবান। এখানের জনগণের ভোটেই শেখ হাসিনা বার বার এমপি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

এছাড়া এ সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এদিকে, শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। দলীয় নেতাকর্মীসহ সব শ্রেণীর মানুষের মাঝে বইছে আনন্দ।

শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখা ও তাঁর ভাষণ শোনার জন্য অধির অপেক্ষায় কোটালীপাড়াবাসী।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।