ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই: কয়েস লোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই: কয়েস লোদী বক্তব্য দিচ্ছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমরা একটা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, আমাদের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়া। আমরা খেলাধুলার মাধ্যমে সিলেটের প্রত্যেকটি অঞ্চলের ওয়ার্ড, পৌর ও উপজেলা থেকে ভালো খেলোয়াড় বাছাই করে তুলে নিয়ে আসতে পারবো।

আগামী দিনে আমাদের প্রত্যাশা থাকবে এ খেলোয়াড়রাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সোমবার (২৩ ডিসেম্বর) নগরীর একটি হোটেলে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করতে সিলেট মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভা পরিচালনাকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেটে আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্ট আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে।

এতে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, বেলায়েত হোসেন মোহন, আব্দুল ওয়াহিদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুদার, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফত জাকি, জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক সবুর আহমদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ক্ষুদ্র ও কুটি শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, কৃষিবিষয়ক সম্পাদক মুফিজুর রহমান জুবেদ, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু, সাব্বির আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-যুববিষয়ক সম্পাদক রুবেল বক্স, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক খোরশেদ আহমদ খুশু, সহ-শিল্পবিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ-বন ও পরিবেশ সম্পাদক আলী আমজদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, সহ-ক্ষুদ্র ও কুটি সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ-কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মুহিবুর রহমান, জমির উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, সেলিম আহমদ সেলু, আমিনুল ইসলাম আমিন, আলী আহমদ, চান মিয়া বাচ্চু, মঈন উদ্দিন, ইফতেখার আহমদ পাবেল, আব্দুল মুমিন, আকবর হোসেন কায়সার, হারুনুর রশিদ, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, জাকির হোসেন পারভেজ, মকসুদ আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।