ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিলখানা ট্র্যাজেডি: বিএনপির দুদিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পিলখানা ট্র্যাজেডি: বিএনপির দুদিনের কর্মসূচি

ঢাকা: পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের সমাধিস্থল বনানীর সামরিক করবস্থানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

আগামী রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভায় বিএনপি নেতারা বক্তব্য দেবেন।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উক্ত আলোচনা সভায় যোগ দেওয়ার অনুরোধ জানান প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।