ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৫-২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তি সমাবেশ করার ঘোষণা যুবলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
২৫-২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তি সমাবেশ করার ঘোষণা যুবলীগের

ঢাকা: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুসংহত করতে এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলা-মহানগরে এবং ২৬ ফেব্রুয়ারি প্রতিটি উপজেলা/থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে সংগঠনটি। আর ২৮ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ করবে যুবলীগ।  

শান্তি সমাবেশ সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি এখন চাচ্ছে লাশের রাজনীতি করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে। তারেক জিয়া চাচ্ছেন, বাংলাদেশে যাতে নির্বাচন না হয়। কারণ, তিনি মানিল্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত।

বিএনপি সন্ত্রাস করছে দাবি করে রাজপথে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।