ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির কমিটি অনুমোদন

ঢাকা: আবুল হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে সদস্য সচিব করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক কমিটি
আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু, সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য আব্দুল মাজেদ তালুকদার (মন্নান মাস্টার), সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ, সদস্য মো. নাসির জোমাদ্দার, সদস্য মো. শাহ আলম মিয়া, সদস্য আহসান কবির নান্না হাওলাদার, সদস্য ইসরত হোসেন কচি, সদস্য সুলতান আহমেদ খান, সদস্য ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সদস্য মো. রিয়াজ মৃধা, সদস্য সাব্বির নেওয়াজ সাগর, সদস্য মো. শহিদুল ইসলাম খান, সদস্য মো. আব্দুস সালাম, সদস্য মো. ইদ্রিস আলী, সদস্য জিয়াউল আহসান জুয়েল সিকদার, সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, সদস্য মো. সামসুল আলম ফকির, সদস্য সাজ্জাদুল ইসলাম মোল্লা, সদস্য হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য মো. মোফাজ্জেল হোসেন, সদস্য মন্টু খান, সদস্য জিয়াউল ইসলাম সাবু, সদস্য নুরুল আমিন, সদস্য মো. হারুন অর রশিদ সিকদার, সদস্য মো. মিজানুর রহমান চুন্নু সিকদার, সদস্য কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মাহমুদ বিল্লাহ, সদস্য মুসফিকুল হাসান মাসুম, সদস্য মাহবুব মাস্টার, সদস্য মো. হুমায়ুন খান, সদস্য মো. রফিকুল ইসলাম সেলিম, সদস্য ফারজানা রোজি, সদস্য মারিয়া মুন্নি, সদস্য আব্দুল জব্বার সিকদার, সদস্য কাজী এমদাদুল হক মিলন, সদস্য তরিকুল ইসলাম শাহিন, সদস্য আলিম জমাদ্দার, সদস্য সাহাবুদ্দিন তালুকদার শাহিন, সদস্য জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, সদস্য মো. রিয়াজুল ইসলাম সবুজ, সদস্য ইসতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার, সদস্য আব্দুল করিম হাওলাদার, সদস্য মো. সোহেল শিকদার, সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফারুক, সদস্য কাওসার মজুমদার, সদস্য কাজী নজরুল ইসলাম মিরন ও সদস্য সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।